ছিল বৃষ্টির চোখ রাঙানি। তবুও মিরপুরে নির্বিঘ্নে হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে। ইশ সোধির স্পিন বলে নাকাল হলেন বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ব্যাট হাতে নেমে মানকাড হলেন। নন স্ট্রাইকিং এন্ডে তাঁকে আউট করে দেন হাসান মাহমুদ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস, আবেদন তুলে তাঁকে প্যাভিলিয়ন থেকে ফিরিয়ে আনেন। ৩৯ বলে গুরুত্বপূর্ণ ৩৫ রান করেন তিনি। পরের বোলিং করে ভাঙলেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে। তিনি নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় একদিনের ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে শিরোনামে সোধি। তাঁর ঘূর্ণির সামনে পড়ে গুটিয়ে গেল বাংলাদেশ। ১০ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেন সহ ছ’উইকেট নিলেন তিনি। ৮৬ রানে জিতল নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল কিউয়িরা। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে দশ উইকেট হারিয়ে ২৫৪। অর্ধশতরান করেন টম ব্ল্যান্ডেন (৬৮)। এক রানের জন্য পঞ্চাশ করতে পারলেন না হেনরি নিকোলস (৪৯)। শেষদিকে কাইল জেমিসন করেন ২০ রান। রান তাড়ায় নেমে সোধির স্পেলের সামনে অভিজ্ঞ দুই ব্যাটার তামিম ইকবাল (৪৪) ও মাহমুদুল্লাহ (৪৯) ছাড়া কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। লিটন, তৌহিদ , সোম্য সরকাররা সবাই ব্যর্থ।
Comments :0