সিপিআই(এম) প্রার্থীদের মনোনয়ন দিতেই অস্বীকার করলেন বিডিও। শুক্রবার মনোনয়ন তোলার প্রথম দিনেই এই অভিযোগ করেছেন সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক শমীক লাহিড়ী। ক্যানিং এবং ভাঙড় ব্লকের একাধিক জায়গায় সশস্ত্র দুষ্কৃতী বাহিনী নামানোর অভিযোগও জানিয়েছেন সিপিআই(এম)।
এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় মনোনয়ন পত্র পৌঁছায়নি। কোচবিহারের মেখলিগঞ্জেও বহু দেরিতে মনোনয়ন পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে। মনোনয়ন পত্রের জেরক্স দেওয়ারও অভিযোগ উঠেছে। বিরোধীদের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবেই শাসক দলের পক্ষ থেকে মনোনয়নের জন্য সময় কম দেওয়া হচ্ছে। এদিন একটি মামলায় কলকাতা হাই কোর্টও অভিমত প্রকাশ করেছে যে পঞ্চায়েত নির্বাচনের জন্য কম সময় দেওয়া হচ্ছে।
সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডায়মন্ডহারবার ১, বজবজ ২, বারুইপুর, মগরাহাট ২ ব্লকে মনোনয়ন সংক্রান্ত কাগজপত্র না থাকায় আজ শুক্রবার তোলা ও জমা দেওয়া যায়নি।
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া ব্লকের বিডিও দপ্তরে শুক্রবার বেলা ১২ টা নাগাদ মনোনয়ন পত্র তুলতে যান সিপিআই(এম) এরিয়া কমিটি সম্পাদক অধীর মল্লিক সহ দুই জন পার্টি কর্মী। তাঁরা জানান , বিডিও প্রথমে তাঁদের বলেন ফর্ম দেওয়া যাবেনা কারণ, ফর্ম নাকি আসেনি। এই নিয়ে প্রশ্ন করা হলে বিডিও আরো বলেন, সর্বদলীয় সভার পরে ফর্ম দেওয়া শুরু করা হবে।
এর প্রতিবাদ জানিয়ে পার্টির তরফে একটি স্মারকলিপি জমা দিতে গেলে সেটি গ্রহণ না করে বিডিও একটি ফর্ম দিয়ে সেটিকে জেরক্স করে নিয়ে সকলের মনোনয়ন পত্র পুরণ করে জমা দিতে বলেন।
Comments :0