ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। শনিবার মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সূর্যকান্ত মিশ্র। নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অনেকটাই সুস্থ রয়েছেন। বাকিদের সাথে দীর্ঘক্ষন তিনি কথাও বলেছেন।
চিকিৎসকরা জানিয়েছন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুকে কোন সংক্রমণ নেই। তবে অ্যান্টিবায়োটিক বন্ধ হলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দুদিন চিকিৎসকরা দেখতে চান যে অ্যান্টিবায়োটিক ছাড়া তিনি কেমন আছেন।
গত সপ্তাহের শনিবার শ্বাসনালীতে সংক্রমণ এবং নিউমুনিয়ায় আক্রান্ত হয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। শারিরীক অবস্থার অবনতির হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তাকে। কিন্তু ধীরে ধীরে চিকিৎসাব সাড়া দেন ভট্টাচার্য। শারিরীক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তাকে ভেন্টিলেশন থেকে বাইরে আনা হয়। তারপর থেকেই ক্রমে সুস্থ হতে থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
Comments :0