যাত্রার সমাপ্তি। লড়াইয়ের শেষ নয়। মানুষ যেভাবে ভালবাসা দিয়েছেন, শপথ আমাদের, লড়াই জারি থাকবে। নতুন কুঁড়িদের এই লড়াইয়ে শামিল করতে হবে। বাংলাকে বাঁচাতে হবে।
বুধবার কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রার সমাপন সমাবেশে একথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, বাংলার রাজনীতিতে নতুন বার্তা নিয়ে যাওয়ার জন্য এই বাংলা বাঁচাও যাত্রা। আজ শ্রমিক, মহিলা, ছাত্র, যুব সবাই আক্রান্ত। আগামী দিনের লড়াই তীব্র করার জন্য, মানুষের কথা জানার জন্য আমরা এই যাত্রার মাধ্যমে চেষ্টা করেছি।
তিনি বলেন, মমতা যেই মোড়ায় বসে আছে সেটাকে ভাঙতে হবে। লোকে ভেবেছিল নবান্নকে শায়েস্তা করতে ছাপান্ন কে আনতে হবে। কিন্তু আরজি কর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি সব কিছু তেই ছাড় পেয়েছে দোষীরা, কেন্দ্রীয় এজেন্সি কিছু করেনি।
আমরা কাজের কথা বলছি, শিক্ষার কথা বলছি, আবাসের দুর্নীতির কথা বলছি তখন ওরা ধর্মের নামে ভাগ করছে।
এই যুব ভারতী বামফ্রন্ট করেছিল। রাজ্যের ক্রীড়া সংগঠন গুলো আজ তৃণমূল দখল করেছে।
তিনি বলেন, বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত। ঘৃণার চাষ হচ্ছে রাজ্যে। ব্রিগেডে দেখা গেলো চিকেন প্যাটিস বিক্রি করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিক্রেতা। এই কথা আগে বাংলায় ভাবা যায়নি। খেটে খাওয়া মানুষের রুটি রুজির ওপর আক্রমণ করছে । একটা দুর্নীতি গ্রস্থ দলকে আর এক দুর্নীতিগ্রস্থ দল হারাতে পারেনা।
সবাই বলেছিল লাল হাটাও দেশ বাঁচাও। লাল হটেছে, কিন্তু দেশ বাঁচেনি।
তিনি বলেন, এই বাংলা লড়াই করেছে জোতদার দের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে। লড়াই হয়েছে শিক্ষার প্রসারের জন্য, মহিলার নিরাপত্তার জন্য। কিন্তু ধর্মের নামে লড়াই হয়নি।
বামফ্রন্ট প্রথম ১৮ বছরে ভোটাধিকার চালু করে, মহিলাদের জন্য আসন সংরক্ষণ করে পঞ্চায়েত পৌরসভায়। আমরা মহিলাদের স্বনির্ভরতার জন্য লড়াই করেছি। এখন মহিলাদের ওপর নির্যাতন হচ্ছে। আমাদের বিচার চাইতে হচ্ছে।
তিনি বলেন, বাংলার মানুষ যখন জাগবে, ঐক্যবদ্ধ হবে তখন বাংলা বাঁচবে।
ওরা ১০০ দিনের কাজকে শেষ করছে, নতুন আইন এনেছে। বিজেপি তৃণমূল চায়না গরিব মানুষ যাতে কাজ পায়।
বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন উন্নত কৃষির ওপর ভিত্তি করে শিল্পের দিকে এগিয়ে যাওয়া। এই রাজ্যে শিক্ষা শিল্পের দিক থেকে এগিয়েছিল। আজ আবার সেই ইতিহাসকে ফিরিয়ে আনতে হবে। যেই বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছিল বামপন্থীরা সেই রাজ্যকে বাঁচাতে হবে।
আমাদের যাত্রা আজ এখানে শেষ নয় নতুন করে লড়াই শুরু। নতুনদের তেজ আর বয়স্কদের অভিজ্ঞতা নিয়ে ভাঙ্গা বুকের পাঁজর দিয়ে নতুন বাংলা গড়তে হবে।
Md Salim Kamarhati
যাত্রার সমাপ্তি, জারি থাকবে লড়াই: কামারহাটিতে সেলিম
বুধবার কামারহাটিতে মহম্মদ সেলিম।
×
Comments :0