কবিতা
মুক্তধারা
কলম বলছে
গৌরী সেনগুপ্ত
১৭ ডিসেম্বর ২০২৫ | বর্ষ ৩
ক্ষত বলে পান্থজনে এমন কি ঘটার ছিল
মেঘে মেঘে কেটে গেল অন্ধকার লুকিয়েই রাখল ।
ছিন্ন ভাষা , ছিন্ন দিশা , ছিন্ন তো বিশ্বাস
এ হাওয়ার জিম্মায় রাখা জীবন যে ঘোর নাভিশ্বাস ।
দাম্ভিক উল্কি কাটে নিজের বিশ্বাসে
মোমবাতি রাত জাগে কোন্ সে বর্বর দেশে
খাদের কিনারে এসে গহ্বরে মিলিয়েছে স্বর
চিৎকার করে গেছে অসংখ্য মুণ্ডুহীন ধড়
কবিতা টাঙিয়েছে তোমাকে ঘিরে রাখা ভয়
তোমার রক্ত খেয়ে তোমার সন্তান করে জয় ।
এ শ্মশান প্রহরে তবু খুঁজে নেওয়া যায় যদি ভুল
বানভাসি জলে ডুবে এভাবেই বেঁচে আছে মূল ।
Comments :0