Mallikarjun Kharge

খাড়গেকে হত্যার পরিকল্পনা করছে বিজেপি, দাবি কংগ্রেসের

জাতীয়

কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে চাঞ্চল্যকর অডিও টেপ প্রকাশ করলো কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ বিজেপির পক্ষ থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং তাঁর পরিবারের সদস্যদের প্রানে মারার পরিকল্পনা করা হচ্ছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক রণদীপ সিং সূর্যেওয়ালা সাংবাদিক বৈঠকে যেই অডিও প্রকাশ করেছেন তাতে শোনা যাচ্ছে  চিত্তাপুরের বিজেপি প্রার্থী মণিকান্ত রাঠোর তাঁর দলের এক কর্মীকে বলছেন যে তিনি খাড়গের স্ত্রী এবং ছেলেকে ‘মুছে ফেলবেন’। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই মুছে ফেলার মাধ্যমে প্রাণে মেরে ফেলার কথা বলছেন বিজেপি প্রার্থী। ওই কেন্দ্র থেকেই কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাড়গের ছেলে প্রিয়ঙ্ক । সূর্যেওয়ালা দাবি করেছেন যে, বিধানসভা নির্বাচনে পরাজয় হতে পারে এই আশঙ্কা থেকেই বিজেপি নেতৃত্ব খাড়গে এবং তাঁর পরিবারকে মারার পরিকল্পনা করছে। উল্লেখ্য মণিকান্ত রাঠোর দলের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র বলেই পরিচিত।

 

কংগ্রেসের এই সাংবাদিক সম্মেলনের পর রাঠোর দাবি করেছেন যে কংগ্রেসের পক্ষ থেকে মিথ্যা অডিও প্রকাশ করা হয়েছে। যদিও রাঠোর হয়ে মোদীর প্রচার করার কথা থাকলেও তা বাতিল হয়েছে। কারণ সম্প্রতি রাঠোরের নামে একটি মামলা দায়ের হয়েছে। তবে এই বিষয় রাটোর মুখ খুললেও বিজেপি নেতৃত্ব চুপ। প্রধানমন্ত্রীও চুপ।

Comments :0

Login to leave a comment