High Court

টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নাম জমা দিতে হবে আদালতের কাছে

রাজ্য

টাকার বিনিময় যারা প্রাথমিকে চাকরি পেয়েছে তাদের তালিকা জমা দিতে হবে আদালতের কাছে। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা এমনটাই নির্দেশ দিল নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের দায়িত্বে থাকা দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে। 


এদিন বিচারপতি সিনহা সিবিআই এবং ইডি আধিকারিকদের নির্দেশ দিয়েছে আগামী ২৯ আগস্টের মধ্যে প্রাথমিকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নামের তালিকা আদালতের কাছে জমা দেওয়ার জন্য।


২০১৪ সালের প্রাথমিকে নিয়োগ ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পূর্বে এই মামলায় ৩২ হাজার জনের চাকরি বাতিল করেন। যাদের চাকরি বাতিল হয় তারা এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। সম্প্রতি সেই মামলায় শীর্ষ আদালেতর পক্ষ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে কারিজ করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি ফের শুরু করার।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি ভিত্তিহীন বলে আদালতের দাবি করেছে সিবিআই।

Comments :0

Login to leave a comment