বিচারপতি বদলালেও স্বস্তি মিলল না তৃণমূল সাংসদদের। সিবিআই তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ চিঠিতে অভিষেক প্রসঙ্গ তোলেন। দুজনকে মুখোমুখি জেরার জন্য পর্যবেক্ষণ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতি বদলের রায় এনেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তবে তদন্ত বন্ধ করার রায় দিল না হাইকোর্ট। বরং, মুখ্যমন্ত্রীর ভাইপোকে নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বলেন, সিবিআই তদন্ত বন্ধ কাখার নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। তিনি বলেন, তদন্তে সহযোগিতা করতে অভিষেক ব্যানার্জির অসুবিধা কোথায়? তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে কাউকে জেরা করতেই পারে।
হাইকোর্ট অভিষেক বন্দোপাধ্যায়কে আবেদনপত্র দায়েরের অনুমতি দিয়েছে। শুক্রবার অভিষেকের আবেদনের শুনানি রয়েছে।
Comments :0