কেন এনডিএ’র সাথে যাবে তেলেগু দেশম পার্টি, তার ব্যাখ্যা সঠিক সময় দেবেন বলে জানিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এখন সময় নয় বলা যে কি কারণে এনডিএ জোটে আমরা গিয়েছি। সঠিক সময় তা বলবো।’’ মঙ্গলবার তিনি জানিয়েছেন যে, তাঁর একমাত্র লক্ষ অন্ধ্রপ্রদেশকে নতুন ভাবে তৈরি করা। তবে এনডিএ তৈরি হওয়ার সময় থেকেই টিডিপি তার সঙ্গী। নরেন্দ্র মোদী সরকারের সাথে মত বিরোধ হওয়ার কারণে জোট থেকে তারা বেরিয়ে আসে।
অমরাবতী রাজধানী প্রসঙ্গে নাইডু বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বিধানসভায় বসে আছেন। আপনি সচিবালয়ে বসে আছেন। আপনি কোথায় মন্ত্রিসভার বৈঠক পরিচালনা করছেন? এটা কি অস্থায়ী? জগন মোহন রেড্ডি কি মিথ্যা কথা বলছেন? গত দশ বছর ধরে, তারা কাজ করছে। সবকিছু প্রস্তুত হয়ে গেছে। আমরা অন্ধ্রপ্রদেশের জন্য বিশ্বমানের রাজধানী পরিকল্পনা করেছি। আমি নয় বছর ধরে হায়দ্রাবাদের জন্য একটি সেরা বাস্তুতন্ত্রের পরিকল্পনা করেছি।’’
২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরি হয়।
এপি পুনর্গঠন আইন অনুসারে, হায়দ্রাবাদ তেলঙ্গানার রাজধানী হয়ে ওঠে এবং অন্ধ্রপ্রদেশকে দশ বছরের মধ্যে নিজেকে একটি নতুন রাজধানী তৈরি করার কথা বলা হয়। যতদিন না পর্যন্ত সেই রাজধানী তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত হায়দ্রাবাদ উভয় রাজ্যের রাজধানী হিসেবে কাজ করবে।
এই বছরের জানুয়ারিতে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডী জানিয়েছিলেন যে বিশাখাপত্তনম রাজধানী হতে চলেছে কোনও রাজ্য বিধানসভা আলোচনায় বা কোনও সরকারী নথিতে এর উল্লেখ নেই।
পরবর্তীকালে জগন মোহন রেড্ডির নেতৃত্বাধীন সরকার রাজ্যের সমস্ত অংশে উন্নয়ন নিশ্চিত করার জন্য রাজ্যের বিভিন্ন শহরে তিনটি রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছিল।
Comments :0