সিদ্দারামাইয়া না শিবকুমার কে মুখ্যমন্ত্রী হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সিদ্দারামাইয়া এর আগে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। কংগ্রেস জেডিএস সরকার পতনের পর বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। ইতিমধ্যে সিদ্দারামাইয়া এবং শিবকুমার দুজনের বাড়ির সামনেই তাদের ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর করার দাবি জানিয়ে পোস্টার পড়েছে।
গতকাল জয়ের পর রাজ্য কংগ্রেসের দুই নেতাকে নিয়ে সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাদের বিপুল জয় রাজ্যবাসীকে উৎসর্গ করেছেন। তিনি জানিয়েছেন কংগ্রেস সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পালনের জন্য প্রথম থেকে কাজ করবে। তবে জানা যাচ্ছে যে এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার দিল্লিতে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সাথে বৈঠক রয়েছে তাঁর।
গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার ৫৫টি আসন বাড়িয়েছে কংগ্রেস। ভোট শতাংশও বাড়িয়েছে তারা।
ফলাফল ঘোষনার পর শিবকুমার বলেন, ‘‘আমি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে আশ্বস্ত করেছিলাম যে কর্ণাটককে আমরা জয়ী হবো। আমি ভুলে যেতে পারি না যে সোনিয়া গান্ধী জেলে আমার সাথে দেখা করতে এসেছিলেন।’’
Comments :0