Jalpaiguri

ভিডিও: সিপিআই(এম) নেতৃবৃন্দকে আদালতে নিল পুলিশ, আজ প্রতিবাদ জলপাইগুড়িতে

রাজ্য জেলা

বুধবার সিপিআই(এম) দপ্তরে তৃণমূলের হামলার পর।

সারা রাত সিপিআই(এম) নেতাদের থানায় বসিয়ে রাখল পুলিশ। পার্টির জেলা দপ্তরেই হয়েছে আক্রমণ। অথচ পুলিশকে আক্রমণের দায়ে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাঁদেরই। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ তাঁদের নিয়ে যাওয়া হয় আদালতে। বুধবার সন্ধ্যায় যাদবপুরের ঘটনা দেখিয়ে জেলা দপ্তরে হামলা চালায় তৃণমূল। 

সিপিআই(এম) নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিল পুলিশ। সকালে অসুস্থ রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়াউল আলম সহ পার্টি নেতডবৃন্দকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রতিবাদ হবে জলপাইগুড়িতে অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলার নেতৃবৃন্দ সকলে একযোগে পার্টি নেত্রীবৃন্দের হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানা গেছে। রাতে থানায়  আটক পার্টি নেতাদের সাথে দেখা করতে যান প্রাক্তন সংসদ জিতেন দাসসকালে দেখা করেন জলপাইগুড়ি শহরের সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল। 

ডিওয়াইএফআই এবং এসএফআই’র একাধিক নেতা এবং নেত্রী ভর্তি হাসপাতালে। 

Comments :0

Login to leave a comment