সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেলো ডিএ মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলার শুনানি। বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি পঙ্কজ মিথিলের ডিভিসন বেঞ্চে ছিল মামলার শুনানি। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে বলা হয় যে এই মামলার জন্য দীর্ঘ শুনানি প্রয়োজন।
রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে, এই মামলার শুনানির জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হবে। সেই দিন দুই পক্ষের শুনানি শুনবে আদালত।
গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ দিতে হবে সরকারকে। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ওই বছর ৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টে প্রথম মামলাটি ওঠে। তারপর ১৪ ডিসেম্বর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সড়ে দাঁড়ায়।
এর মধ্যে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে একাধিক বার রাস্তায় নেমে আন্দোলন করেছেন সরকার কর্মীরা। আদালতের নির্দেশে মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলও করেছেন তারা। তাদের এই আন্দোলনকে বার বার কটাক্ষ করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে কিন্তু সরকারি কর্মীরা কখনও দমে যায়নি।
Comments :0