Behala referendum

পার্থর পদত্যাগের দাবিতে বেহালায় গণভোট

কলকাতা

বেহালা পশ্চিমের এলআইসি মোড়ে বিধায়কের পদত্যাগ চেয়ে গণভোট। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে এই গণভোট। এলাকার বাসিন্দাদের একটি স্লিপ দেওয়া হচ্ছে যাতে লেখা রয়েছে আপনি কি দূর্ণীতিগ্রস্থ বিধায়কের পদত্যাগ চান-- হ‍্যাঁ/না। এলাকার বাসিন্দারা ওই কাগজে লেখা প্রশ্নের পক্ষে নিজেদের মতামত জানিয়ে ভোট দিচ্ছেন।

গত বছর জুলাই মাসে এসএসসি দুর্নীতিতে গ্রপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে বেহালায় লাগাতার পার্থর পদত্যাগের দাবিতে পথে নেমেছে সিপিআই(এম)। শুধু বেহালা নয়। গোটা রাজ্যেই এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিআই(এম)। 

এর আগে বেহালায় বিধায়কের পদত্যাগের দাবিতে সভা, মিছিল, পোস্টারিঙ করলেও গণভোট কখনও হয়নি। যুবদের এই কর্মসূচিতে এদিন ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বহু সাধারণ মানুষ নিজে থেকে এসে স্লিপ নিয়ে নিজেদের মতামত ব্যালট বক্সে ফেলে যাচ্ছেন। 

Comments :0

Login to leave a comment