গত বছর জুলাই মাসে এসএসসি দুর্নীতিতে গ্রপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে বেহালায় লাগাতার পার্থর পদত্যাগের দাবিতে পথে নেমেছে সিপিআই(এম)। শুধু বেহালা নয়। গোটা রাজ্যেই এই দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে সিপিআই(এম)।
এর আগে বেহালায় বিধায়কের পদত্যাগের দাবিতে সভা, মিছিল, পোস্টারিঙ করলেও গণভোট কখনও হয়নি। যুবদের এই কর্মসূচিতে এদিন ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বহু সাধারণ মানুষ নিজে থেকে এসে স্লিপ নিয়ে নিজেদের মতামত ব্যালট বক্সে ফেলে যাচ্ছেন।
Comments :0