Kalighater Kaku

ইডি’র তলব কালিঘাটের কাকুকে

রাজ্য

সিবিআইয়ের পর ইডি। মঙ্গলবার অভিষেক ব্যানার্জির সংস্থার কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালিঘাটের কাকুকে তলব করলো ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপ্স এন্ড বাউন্সের কর্মী সুজয় ভদ্রর নাম জড়িয়েছে। সিবিআই জেরার মুখোমুখিও হতে হয়েছে তাকে। সম্প্রতি সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে তল্লাসি চালায়। উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে তাকে জেরার পর তল্লাসি না চালিয়ে কেন এতোদিন পরে তল্লাসি তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে তল্লাসি চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে খবর।

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় সুজয়কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যায় যে তার সাহেবের নাম অভিষেক ব্যানর্জি এবং তার সাহেবকে কেউ ধরতে পারবে না। গত শনিবার ইডি তার বাড়িতে তল্লাসি চালায়। তল্লাসি চালিয়ে কি নথি পাওয়া গিয়েছে তা এখনও পর্যন্ত জানানো হয়নি তদন্তকারি সংস্থার পক্ষ থেকে।  

Comments :0

Login to leave a comment