মঙ্গলবার ভোরে হাওড়ার পাঁচলা থানা এলাকার ধামসিয়ায় একটি পেপার মিলে আগুন লাগে।দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ভোরে কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে এলাকার বাসিন্দারা আগুন লেগেছে বুঝতে পেরে দমকলে খবর দেয়া।ঘটনার গুরুত্ব বুঝে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে নামে।প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার সঠিক কারন জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান পেপার মিলের গোডাউনে থাকা ইলেকট্রিক তারে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এদিকে আগুনের জেরে ১৬নং জাতীয় সড়কে সাময়িক যান চলাচল ব্যাহত হয়।তবে হতাহতের কোনো খবর নেই।
Fire
হাওড়ার পেপার মিলে আগুন
×
Comments :0