Howrah

হাওড়ার আবাসনে আগুন

রাজ্য

আচমকাই মঙ্গলবার দুপুরে বহুতলে আগুন লাগার ঘটনা ঘটে হাওড়ার নন্দীবাগান অঞ্চলের ভৈরব দত্ত লেনে। আগুন দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাড়াহুড়ো করে বহুতলের বাসিন্দারা উপর থেকে রাস্তায় নেমে আসে। আগুনে বহুতলের প্রথম তলার একটি ফ্লাট সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 
মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ১৪ ভৈরব দত্ত লেনে কৌশল্যা আবাসনের মিটার বক্সে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসনের ভিতরে আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। আবাসনের উপর তলা থেকে বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। মিটার বক্সের সামনে রাখা দুইটি স্কুটারে আগুন লেগে যায়। মূহুর্তের মধ্যে জ্বলে যায় স্কুটার দুইটি। আগুনের ধোঁয়ায় চারদিকে ভরে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ করলেও আগুনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। বহুতলের প্রথম তলায় বন্ধ একটি ফ্লাটে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের ভস্মীভূত হয়ে যায় ফ্লাটের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র। আগুনের তীব্রতায় পাশের আরও একটি ফ্লাট ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত দেন। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। আগুন লাগার ঘটনায় হতাহতের কোন খবর নেই। দমকলকর্মীরা জানান আবাসনের নীচ তলায় যত্রতত্র ইলেকট্রিক তার থাকায় আগুন ছড়িয়ে পড়ে। আবাসনের অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা জানার চেষ্টা করছেন দমকলকর্মীরা। আবাসনের ভিতরে কয়েকশো পরিবারের বসবাস। আবাসনের পাশেই রয়েছে ঘিঞ্জি বস্তি। আগুন যাতে ছড়িয়ে বস্তিতে না যায় সেই চেষ্টাই করেন দমকলকর্মীরা। আগুন নেভাতে  দমকলকর্মীদের সাথে থেকে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারা। তবে তাদের অভিযোগ নন্দীবাগান অঞ্চল ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্বেও বেআইনিভাবে গড়ে উঠছে বহুতল। যাতে আগুন লাগলে তার নেভানোর জন্য পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই। স্থানীয় বাসিন্দারা জানান মঙ্গলবার সঠিক সময়ে দমকলকর্মীরা না এসে পৌঁছালে আর বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হতো তাদের। কিভাবে আগুন লাগলো তা জানতে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ ও দমকলকর্মীরা।

Comments :0

Login to leave a comment