Bangur Fire

ভয়াবহ অগ্নিকাণ্ড বাঙ্গুরে

কলকাতা

Bangur Fire


বাঙ্গুর এলাকার একটি বহুতল আগুন লাগার ঘটনা ঘটেছে রবিবার বিকেল পাঁচটা নাগাদ। রাস্তার ধারে লাগানো ব্যানারে প্রথমে আগুন লাগে হাওয়ার দাপটে সেই আগুন মূহুর্তে ছড়িয়ে পড়ে একটা বহুতলে। গোটা এলাকা ছেয়ে যায় কালো ধোয়ায়।  

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। ধীরে ধীরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে পরে আরো চারটি দমকলের ইঞ্জিন চলে আসে ঘটনাস্থলে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কারণ যেই বহুতলে আগুন  লেগেছে, তার খুব কাছেই রয়েছে পেট্রল পাম্প। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে চলেছেন চলছেন দমকলের কর্মীরা। আগুন যাতে দ্রত ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাই করে চলেছেন দমকল বাহিনী। 

ঘটনাস্থলে রয়েছেন মকল মন্ত্রীও। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাঙ্গুরে যশোর রোডের উপর একটি বহুতলের নীচে থাকা একটি দোকানের ব্যানারে প্রথমে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই সেই আগুন বহুতলে ছড়িয়ে পড়ে। দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। 
 

Comments :0

Login to leave a comment