বিধ্বংসী আগুন আইআইটি খড়গপুরে। পুড়ে ছাই এলবিএস হলের কমন রুম। রবিবার ভোর রাত তিনটে নাগাদ হঠাৎই আইআইটি লাল বাহাদুর হলের কমনরুমে আগুন লাগে। আগুনের জেরে পড়ুয়াদের বেডিং সহ বেশ কিছু জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় সবকিছু। গোটা ক্যাম্পাস কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে আগুনের তীব্রতা এতটাই ছিল খড়গপুর এবং সালুয়া থেকে দুটি ইঞ্জিন এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আগুনের জেরে ভিতরে থাকা প্রত্যেক জিনিস পত্র পুড়ে ছাই। দমকল কর্মীদের যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণএখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে।
লাল বাহাদুর শাস্ত্রী হল, ৫ তলা বিল্ডিং। একদিকে ১২০০ ছাত্রর আবাসন। বাকি ১৯ হাজার পড়ুয়া গবেষকদের জিনিস পত্র, গবেষণার কাগজপত্র, সহ নানান উপকরণ রাখার স্ট্রঙ্ক রুম। গ্রীষ্মের ছুটি চলছে ক্যাম্পাসে। প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেলেও সম্পূর্ণ ৫ তালা বিল্ডিং টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন লাগার ঘটনায় আনুমানিক ১৯০০০ হাজার পড়ুয়া গবেষক ক্ষতিগ্রস্থ হলেন।
Comments :0