fire breaks

বেলুড়ে বাসন কারখানায় আগুন

জেলা

সোমবার রাত এগারোটা নাগাদ বেলুড়ের হরেন মুখার্জি রোডে একটি অ্যালুমিনিয়াম বাসন তৈরির কারখানার বিধ্বংসী আগুন লাগে। কারখানার মধ্যে থাকা দুটি বড় গোডাউনে থাকা প্রচুর এলুমিনিয়াম সীট জ্বলে যায়। সারা কারখানায় আগুন ছড়িয়ে পরে।  বহুদূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বেলুড়ে।  দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে কিন্তু আগুন এখনো আয়ত্তে আসেনি।  আজ ছুটির দিনে কারখানা বন্ধ থাকায় কোন হতাহত হয়নি। কি করে আগুন লাগল খতিয়ে দেখছে দমকল এবং বেলুড় থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment