Meerat

মীরাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পাঁচ

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন পাঁচ দর্শনার্থী। উত্তর প্রদেশের মীরাটের রেল চৌহান গ্রামের ঘটনা। শিবের ভক্ত এই দর্শনার্থীরা, কানওয়ারিয়াদল বেঁধে ফিরছিলেন হরিদ্বার থেকে। গাড়িতে ছিল ডিজে, বাজছিল গান। উঁচু একটি অংশ ছুঁয়ে ফেলে ঝুলে থাকা হাই টেনশন তার। গাড়ির সঙ্গে থাকা কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। দর্শনার্থীরা লুটিয়ে পড়েন রাস্তায়। 

গ্রামবাসীরা বিদ্যুৎ পর্ষদের স্থানীয় দপ্তরে খবর দেন। কিন্তু তার আগেই মারা যান ওই পাঁচজন। অসুস্থ অবস্থায় হাসপাতালে আরও কয়েকজন। ছড়িয়ে পড়ে ক্ষোভ। বিদ্যুত বিভাগের অবহেলার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। কিছুদিন আগে ত্রিপুরায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান দুই শিশু সহ সাতজন।

Comments :0

Login to leave a comment