Fire brokeout

তুফানগঞ্জ শহরে অগ্নিকান্ড, পুড়ে মৃত্যু তরুণীর

রাজ্য জেলা

ছবি -অমিত কুমার দেব

কোচবিহার জেলার তুফানগঞ্জ শহরের ৩নং ওয়ার্ডের তেলী পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক কিশোরীর। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় বাড়ি এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। মৃত তরুণীর নাম রেখা পারভিন (১৬)। তার বাড়ি কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি চাড়ালজানি এলাকায়। মৃত তরুণী তার মায়ের সাথে ভাড়া বাড়িতে থাকতো তুফানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের এই তেলী পাড়া এলাকায়। এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছোয় তুফানগঞ্জ দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন এবং তুফানগঞ্জ থানার পুলিশ। 

উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে মৃত কিশোরীর মৃতদেহ।
 

জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয়রা দেখতে পান স্থানীয় এই বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিলো যে কেউই এই বাড়ির কাছে ঘেঁষতে পারছিলেন না। শুধু তাই-ই নয়, আগুন লাগার পর এই বাড়ির অভ্যন্তরে ৪টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। এতেই আগুনের তীব্রতা আরও বাড়তে শুরু করে। ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হওয়ায় পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বাড়িটি পুরোপুরি ভষ্মীভূত হয়ে যায় এবং ঘরের ভেতর পোড়া মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। ভাড়া বাড়িতে থাকা তরুনীর মৃত দেহ সেটি। আগুনে  দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণীর, এমনটাই অনুমান। দেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ এবং বুধবার ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে দেহ। গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment