সুরাটের একই পরিবারের ৭ জন সদস্যের রহস্য মৃত্যু। শনিবার সুরাটের পালনপুরের জাকতনাক রোডে এই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে ৬ জন বিষ খেয়ে মারা গেছে এবং একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদের নাম মণীশ সোলাংকি, তাঁর স্ত্রী রীতা, বাবা কানু, মা শোভা এবং তিন সন্তান দিশা, কাব্য এবং কুশল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে যেখানে বলা হয়েছে আর্থিক অনটনে আত্মহত্যার পথ বেছে নেওয়া হয়েছে। মণীশ সোলাংকির আসবাবের ব্যবসায়ী। কর্মীরা তাঁর শনিবার সকাল থেকে কোনোরকম যোগাযোগ না করতে পেরে বাড়িতে এলে এই ঘটনা প্রকাশ্যে আসে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
mass suicide in surat
একই পরিবারের ৭ সদস্যের আত্মহত্যা সুরাটে
×
Comments :0