Daribhit

দাড়িভিট কান্ডে তদন্ত করবে এনআইএ

রাজ্য

দাড়িভিট কান্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টে। মৃত দুই ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকারের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয় হাই কোর্টের কাছে। পরিবারের দায়ের করা মামলা ভিত্তিতে বুধবার বিচারপতি রাজশেখর মান্থা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাংলা এবং বিঞ্জানের শিক্ষক চেয়ে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আন্দোলনে নামেন দাড়িভিট স্কুলের ছাত্র থেকে অভিভাবকরা। তাদের অভিযোগ ছিল যে বিঞ্জান এবং বাংলার শিক্ষক স্কুলে নেই। সেই পদে নতুন শিক্ষক নিয়োগ না করে অন্য বিষয় শিক্ষক নিয়োগ করা হয়। শিক্ষক চেয়ে ছাত্র এবং অভিভাবকদের আন্দেলনে উত্তাল হয়ে ওঠে উত্তর দিনাজপুরের দারিভিট। বিক্ষোভ চলাকালিন পুলিশের সাথে সংঘর্ষ বাধেঁ ছাত্রদের সেই সংঘর্ষে পুলিশের গুলিতে রাজেশ তাপসের মৃত্যু হয় বলে দাবি নিহত দুই ছাত্রের পরিবারের। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

 

দুই পরিবার সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দারস্থ হন। এদিন সেই মামলায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া দুই পরিবারকে ক্ষরিপূরন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে হাই কোর্টের পক্ষ থেকে।   

Comments :0

Login to leave a comment