HS RESULT 2023

উচ্চ-মাধ্যমিকের মেধা তালিকায় জেলার ছাত্র ছাত্রীদের আধিপত্য

রাজ্য

মাধ্যমিকে মতো উচ্চ-মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন জেলার ছাত্র ছাত্রীরা। উচ্চ-মাধ্যমিকে প্রথম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। ৫০০ র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন  উত্তর দিনাজপুরের আবু সানা এবং বাঁকুড়ার সুষমা পাল। তাঁরা দুইজনই ৪৯৫ নম্বর পেয়েছেন।

মেধা তালিকায় দ্বিতীয় স্থানে চাকুলিয়া ব্লকের কানকি এলাকার রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের আবু সামা তার প্রাপ্ত নম্বর ৪৯৫ পেয়েছেন। এছাড়াও ওই জেলা থেকে দশম স্থানে রয়েছেন ইসলামপুর গার্লস হাইস্কুলের প্রত্যুষা দাস তার প্রাপ্ত নম্বর ৪৮৮। প্রত্যুষা ছাড়াও উচ্চ-মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছেন মালদার বার্লো বালিকা উচ্চ বিদ্যালয় দেবাঙ্গনা দাস।

 

তবে মেধা তালিকায় শুধু শুভ্রাংশু নয়। নরেন্দ্রপুর রামকেষ্ণ মিশন থেকে ৯ জন  ছাত্র জায়গা করে নিয়েছেন।  

 

Comments :0

Login to leave a comment