শুভঙ্কর দাস
বিশ্বকাপ জ্বরে কাঁপছে কলকাতা। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আজ মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচ ঘিরেই চলছে টিকিটের ব্যাপক কালোবাজারি।
এই বিশ্বকাপের অন্যতম একটি মেগা ম্যাচ হতে চলেছে এটি। কারণ, দুটি দলই রয়েছে চূড়ান্ত ফর্মে। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। একইসঙ্গে টিকিটের হাহাকার তুঙ্গে। সর্বোপরি, দুটি দলের খেলোয়াড়দের পারফরম্যান্স রীতিমতো নজরকাড়া।
টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিল, কুলদীপ যাদব দারুণ ফর্মে রয়েছেন। সেইসঙ্গে, বোলিং বিভাগে মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি দুর্দান্ত সার্ভিস দিচ্ছেন দলকে।
অন্যদিকে, সাউথ আফ্রিকার হয়ে কুইন্টন ডি কক, কাগিসো রাবাডা এবং হেনরিক ক্লাসেন যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, কুইন্টন ডি কক ইতিমধ্যেই চারটি শতরান পেয়ে গেছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে চলেছে কলকাতা।
কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে টিকিট। অনলাইন টিকিট যখন ছাড়া হয়েছিল, তখন নিমেষে সেই টিকিট শেষ হয়ে যায়। তারপরেও টিকিটের হাহাকার থামছে না। সিএবি-র বহু সদস্য টিকিট পাননি। এমনকি অনেকে প্রাপ্য টিকিটের থেকে কম টিকিট পেয়েছেন বলেও শোনা যাচ্ছে। ইডেনের বাইরে বিক্ষোভের ছবিও সামনে এসেছে। যে ক্রিকেটপ্রেমীরা খেলা দেখতে ভালোবাসেন, আসলে তাঁরাই বঞ্চিত হচ্ছেন। এত টিকিট গেল কোথায়? উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে টিকিট বিক্রি হচ্ছে বলেও অভিযোগ সামনে আসছে। কয়েকজন ব্ল্যাকারকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।
সবমিলিয়ে, ইডেনে এই হাইভোল্টেজ ম্যাচের আগে সরগরম কলকাতা।
Comments :0