WORLD TEST CHAMPIONSHIP FINAL

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বেকায়দায় ভারত

খেলা

WORLD TEST CHAMPIONSHIP TEST CRICKET INDIA AUSTRALIA BENGALI NEWS

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কার্যত রানের পাহাড় তৈরি করল অস্ট্রেলিয়া। এবং সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেকায়দায় ভারত। 

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের মাঝামাঝি শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। স্টিভ স্মিথের দল ১২১.৩ ওভার খেলে ১০ উইকেটে ৪৬৯ রান করেছে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের স্কোর ৫০/৩। 

অস্ট্রেলিয়ার ইনিংসে জোড়া শতরান করেন স্টিভ স্মিথ (১২১) এবং ট্র্যাভিস হেড (১৬৩)। ৪৩ এবং ৪৮ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে সাহায্য করেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার এবং অ্যালেক্স ক্যারি। এছাড়া আর কোনও অস্ট্রেলিয়ান ব্যাটার বলার মতো রান পাননি। 

ভারতের হয়ে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২৮.৩ ওভার বল করে তাঁরা ইকোনমি রেট ছিল ৩.৭৯। রানের নিরিখে ১০৮। এছাড়া মহম্মদ শামি ২টি, শার্দূল ঠাকুর ২টি এবং রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। 

অপরদিকে ব্যাট করতে নেমে শুরুতেই বেকায়দায় ভারত। ১৫ এবং ১৩ রানে প্যাভেলিয়নে ফেরত গিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে এবং বিরাট কোহলি। লন্ডনের ওভাল স্টেডিয়ামে খেলা চলছে। 

Comments :0

Login to leave a comment