ASIA CUP

এশিয়া কাপে ভারতের ১৪ পদক

খেলা

asia cup archery sports india bengali news

এশিয়া কাপে ভারতের সমস্ত তিরন্দাজী দলের অবিশ্বাস্য পারফরম্যান্স। শুক্রবার ফাইনালে সব বিভাগ থেকেই এল পদক। সাতটা সোনা, পাঁচটা রুপো ও দু’টো ব্রোঞ্জ। সবমিলিয়ে ১৪ পদক। পদকতালিকায় এশিয়া কাপে অংশগ্রহণ করা সমস্ত দেশকে পিছনে ফেলে শীর্ষে ভারত বিশেষত ভারতের পুরুষ-মহিলা কম্পাউন্ড তিরন্দাজী দলের সামনে কোনও প্রতিপক্ষ টিকতে পারলো না। খড়কুটোর মতো বিপক্ষকে উড়িয়ে দিয়ে ১০টির মধ্যে ন’টি পদক পেয়েছে তাঁরা। 

শুধুমাত্র ভারতের রিজার্ভ বিভাগের তিরন্দাজরা পারলেন না দাপট দেখাতে। খালি হাতে ফিরতে হলো তাঁদের। বিপক্ষে ছিল চীনের প্রতিনিধিরা। 
ভারতের কম্পাউন্ড তিরন্দাজী মহিলা দল পারনীত কউর, রাগিনী মার্কো, প্রগতিরা হারিয়েছেন কাজাখাস্তানকে। (২৩২-২২৩) ব্যবধানে। তাঁরা প্রথম দল হিসাবে পদকের খাতা খোলেন। এরপর পুরুষদের কম্পাউন্ড দল অভিষেক বর্মা, কুণাল দালাল, অমিতরা মিলে প্রতিপক্ষ হঙকঙকে উড়িয়ে সোনা জিতে নেয়।

Comments :0

Login to leave a comment