এশিয়াডের ঘোড়সওয়ারি বা ইকুয়েস্ট্রিয়ান ড্রেসিং বিভাগে সোনা জিতল ভারত। মঙ্গলবার চীন, হংকং-এর মত হেভিওয়েট দেশের প্রতিযোগিদের হারিয়ে এই বিভাগে সোনা জিতলেন ভারতের সুদীপ্তি হাজেলা, দীব্যকীর্তি সিং, হৃদয় বিপুল ছেডা এবং অনুশ আগারওয়ালকে নিয়ে গঠিত ভারতীয় দল। ৪১ বছর পরে ঘোড় সওয়ারিতে সোনার পদক এল ভারতে। এদিন ভারতের দলগত স্কোর ছিল ২০৯.২০৫।
বুধবার এশিয়াডে ভারতের শুরুটা হয়েছিল রুপোর হাত ধরে। নৌকা চালানো বা সেইলিং বিভাগে নেহা ঠাকুর রুপোর মেডেল জেতেন। এর কিছুক্ষণ পরে ইবাদাত আলি ব্রোঞ্জ জেতেন উইন্ড সার্ফিং-এর পুরুষ বিভাগে।
রবিবার থেকে চীনের হ্যাংঝৌ শহরে শুরু হয়েছে ১৯ তম এশিয়ান গেমস, সংক্ষেপে এশিয়াড। ২০২২ সালের জুলাই মাসে হওয়ার কথা থাকলেও কোভিড অতিমারির জন্য টুর্নামেন্ট পিছিয়েছে প্রায় দেড় বছর। এখনও অবধি মোট ১৪টি মেডেল জিতেছে ভারত। তারমধ্যে ৩টি স্বর্ণ পদক, ৪টি রুপোর মেডেল এবং ৭টি ব্রোঞ্জ।
চলতি এশিয়াডে ভারত সোনা জিতেছে মহিলা ক্রিকেট, ইকুয়েস্ট্রিয়ান ড্রেসিং এবং পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে।
তৃতীয় দিনের শেষে পদক তালিকায় ভারত রয়েছে ষষ্ঠ স্থানে। ৫৩টি সোনার মেডেল সহ মোট ৯৫টি মেডেল নিয়ে প্রথম স্থানে রয়েছে চীন। ১৪টি স্বর্ণপদক সহ মোট ৪৯টি মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাঁদের সংগ্রহ ৮টি সোনা, ২০টি রুপো এবং ১৯টি ব্রোঞ্জ সহ মোট ৪৭টি মেডেল।
মঙ্গলবার পুল-এ’র ম্যাচে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে পর্যুদস্ত করেছে ভারতীয় পুরুষ হকি দল। ইন্দোনেশিয়ার আসিরউদিনকে ৫-০ ব্যবধানে হারিয়ে বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায় করেছেন ভারতের সচীন সিওয়াচ। টেনিসে মিশ্র সাফল্য মিলেছে এদিন। তৃতীয় রাউন্ডে পেয়েছেন অঙ্কিতা রায়না জয় পেলেও পরাজিত হয়েছেন রুতুজা ভোঁসলে। অপরদিকে মিক্সড ডাবলস্-এর রাউন্ড-২’র ম্যাচে জয় পেয়েছেন ইউকি ভামব্রি এবং অঙ্কিতা রায়না।
এদিন অল্পের জন্য অপর একটি ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে ভারতের। দিব্যাংশ সিং পানওয়ার এবং রমিতা’র জুটি ১০ মিটার এয়ার রাইফেল বিভাগের মিক্সড টিম ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গিয়েছে।
একই ভাবে দিনটা ভালো যায়নি ফেন্সিং, শুটিং এবং ভলিবলের জন্যেও। ফেন্সিং-এ ভবানী দেবী চীনের শাও ইউকি’র কাছে ৭-১৫ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরেছেন। ভলিবলে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারতীয় টিম। তারফলে ভলিবলে ষষ্ঠ স্থানে শেষ করতে হয়েছে ভারতকে। শিবাঙ্গী শর্মা মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলের ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। তিনি ১৭ তম স্থানে শেষ করেছেন।
Comments :0