মনোনয়নের চতুর্থ দিনের দিন উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মঙ্গলবার সকালে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ভাঙ্গরে তৃণমূল এবং সিপিআই(এম) ও আইএসএফ কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। আইএসএফ কর্মীদের অভিযোগ তৃণমূল কর্মীরা ব্যাগ ভর্তি বোমা নিয়ে এসে ভিডিও অফিসের বাইরে জমায়েত করে। মনোনয়ন দিতে গেলে তাদেরকে লক্ষ করে তৃনমূল বোমা ছোঁড়ে।
দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। সূত্রের খবর গোটা ঘটনাটি যখন ঘটছে তখন ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের সামনেই তৃণমূল কর্মীরা বোমা ছোঁড়ে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় একজন আইএসএফ কর্মী আহত হয়েছে। উল্লেখ্য যাদের ওপরে আক্রমণ সেই আইএসএফ এর এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Comments :0