Palestine Israel War

অবরুদ্ধ গাজায় বন্ধ খাদ্য-জ্বালানি, হামলা উদ্বাস্তু শিবিরেও

আন্তর্জাতিক

গাজা ঘিরে রাখবে সশস্ত্র বাহিনী। কোন রকমের খাবার, জল, জ্বালানি ঢুকতে দেওয়া হবে না সেখানে। সোমবার একথা সরাসরি জানিয়ে দিলেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী গালান্ট। দুই মিনিটের একটি ভিডিওতে গালান্ট বলেছেন, ‘‘আমরা গাজাকে সম্পূর্ন ভাবে ঘিরে নেবো। কোন বিদ্যুৎ, জল, খাবার কিছু থাকবে না। সব বন্ধ করে দেওয়া হবে।’’

প্যালেস্টাইন ইজরায়েল সংঘর্ষের কারণে ইতিমধ্যে গাজায় ৫১০ জনের প্রাণ গিয়েছে। আহত হয়েছেন অন্তত পক্ষে ২,৭৫০ জন। ইজরায়েলে মৃত্যু হয়েছে ৮০০ জনের, আহতের সংখ্যা ২,২৪৩ জন। 

উল্লেখ্য এই প্রথম নয় প্যালেস্টাইকে বিভিন্ন সময় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এতো দিন ইজরায়েলের পক্ষ থেকে সরাসরি কোন অবরোধের কথা না বললেও সোমবার তারা সেই কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে। 

এদিন ইজরায়েলের পক্ষ থেকে জাবালিয়ার রিফিউজি ক্যাম্পে আকাশ পথে আক্রমণ করা হয়, যার জন, মৃত্যু হয়েছে বহু শরণার্থীর।  ইজরায়েলের সেনার দখলদারিতেই প্যালেস্তাইনের গাজার এই মানুষ উদ্বাস্তু হয়েছেন বিভিন্ন সময়ে।

Comments :0

Login to leave a comment