ইটাহারের বিডিও’র পক্ষপাতিত্বের অভিযোগে চরম উত্তজনা। কাউন্টিং ফর্ম থেকে পোলিং এজেন্ট ফর্ম দেওয়ার কথা বি ডি ও অফিস থেকে। রবিবার রাতে বি ডি ও মারফত সেই নোটিশ দেওয়া হয় রাজনৈতিক দলগুলোকে। তারপর ফর্ম না পেয়ে চরম বিক্ষোভ শুরু হয় ইটাহারে।
৫ দিন বাদে ভোট। সোমবার পঞ্চায়েত ভোটে সমস্ত রাজনৈতক দলকে এমনকি প্রার্থীদের পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্টের ফর্ম দেওয়ার কথা থাকলেও ফর্ম দেওয়া হলো শাসক দলের প্রার্থীদের।
বিরোধী দলের প্রার্থীদের ফর্ম কাগজপত্র বুঝিয়ে দিতেই গড়িমসি শুরু হয়। বিরোধীদের অভিযোগ শাসক দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্টের ফর্ম দেওয়া হলেও বিরোধীদলীয় দের দিতে নানা টাল বাহানা করেছেন বিডিও। শুরু হয় শোরগোল। প্রচার ছেড়ে প্রার্থীরা ভীড় জমান বি ডি ও অফিস চত্বরে। বি ডি ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ইটাহার বিডিও অফিসের সামনে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব ও প্রার্থী রা চরম বিক্ষোভ দেখান ইটাহারে। সি পি আই এম ইটাহার এরিয়া কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, রবিবার রাতে ম্যাসেজ দেওয়া হয়েছে, সোমবার কাগজপত্র এজেন্টদের ফর্ম দেওয়া হবে।
তৃণমূলের নেতাদের বান্ডিল করে ফর্ম দেওয়া হলেও বিরোধীদের ফ র্ম দিতে নানান বাহানা। ইটাহারের বি ডি ও প্রশাসনিক চেয়ারে বসে পক্ষপাতিত্ব করছে। ইটাহারের বিডিও এক এক সময়ে এক ধরনের কথা বলছে, নির্দিষ্ট কোন নিয়ম ও কোন নোটিশ লাগানো হচ্ছেনা। ভোটের মুখেও শাসক দলের প্রার্থীরা বাড়িতে বসে বসেই ফর্ম পাচ্ছে। এদিন ব্লক প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয়। ঘটনা স্থলে ইটাহার থানার পুলিশ পৌছায়। যদিও ইটাহারের বিডিও অমিত বিশ্বাস এব্যাপারে মুখ খুলতে চাননি। বিক্ষোভের জেরে অবশেষে বিরোধী দলের প্রার্থীদের এজেন্টের ফর্ম দেওয়া হলো। ঘন্ট দুয়েক পরে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
Comments :0