Karim Choudhury

ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন করিম চৌধুরি

রাজ্য জেলা

তিনি অনেকদিনই বেসুরো। পঞ্চায়েত নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নিজের অনুগামীদের ভোটে দাঁড় করিয়েছেন নির্দল প্রার্থী হিসাবে। এবার ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরি। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষনার পর থেকে গোটা রাজ্যের বিভিন্ন এলাকায় আক্রন্ত হচ্ছে বিরোধীরা। কোথায় বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তো কোথাও চাষের জমি দখল করে নেওয়া হচ্ছে।


শনিবার ইসলামপুরে সিপিআই(এম) কর্মী সমর্থকদের চাষের জমি গায়ের জোরে দখল করেছে তৃণমূল। শাসক দলের এই সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন করিম চৌধুরি। তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে শাসক দলের এই সন্ত্রাস চলতে থাকলে তিনি রাজ্যসভা নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকবেন এবং আগামী দিনে বিধানসভায় কোন বিল আনা হলে তিনি তার বিরোধীতা করবেন।


উল্লেখ্য করিম চৌধুরি যদি ভোটদান থেকে বিরত থাকেন তাহলে তৃণমূলের কোন অসুবিধা হবে না। তার কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে থেকে রাজ্যসভায় সাতজন প্রার্থী সংখ্যার হিসাবে জয়ী হয়ে গিয়েছেন। তবে এই বিষয় তৃণমূলের পক্ষ থেকে কোন কথা এখনও শোনা যায়নি।

Comments :0

Login to leave a comment