অ্যাড্রিয়ান লুনার করা একমাত্র গোলে জামশেদপুর এফসিকে ১-০ গোলে হারাল কেরালা ব্লাস্টার্স। রবিবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল।
এদিনের ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটের মাথায় লুনা জয়সূচক গোলটি করেন। গোটা ম্যাচে দল দখলের হারে বেশ কিছুটা এগিয়ে ছিল কেরালা। মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়েছিলেন কেরালার ফুটবলাররা। যদিও জামশেদপুরও একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলিকে কাজে লাগাতে পারেননি চিমা চুকু’রা।
এই জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল কেরালা। আর ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে জামশেদপুর রয়েছে তালিকার সপ্তম স্থানে। লিগ তালিকার শীর্ষে রয়েছে মোহনবাগান। ইস্টবেঙ্গল রয়েছে পঞ্চম স্থানে।
Comments :0