ISRAEL PALESTINE CONFLICT

প্যালেস্তাইনের পাশে দাঁড়াল লাতিন বিশ্ব

আন্তর্জাতিক

israel palestine conflict hamas usa israel iran india bengali news

সপ্তাহের বেশি সময় ধরে চলা গাজায় ইজরায়েলের বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন ৯ হাজারের বেশি সাধারণ মানুষ। গোটা বিশ্ব ইজরায়েলের এই হানাদারির নিন্দায় সরব। এরইমাঝে লাতিন আমেরিকা থেকে ভেসে এল সরাসরি প্যালেস্তাইনের পাশে দাঁড়ানোর বার্তা। 

কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ইজরায়েলের হামলাকে নিন্দা জানিয়ে বলেছেন, ‘‘গাজায় গণহত্যা চালাচ্ছে ইজরায়েল’’। 

বুধবার সোশ্যাল মিডিয়া এক্সে নিজের বার্তা পোস্ট করেন পেত্রো। জাবালিয়া ত্রাণ শিবিরে ইজরায়েলের হামলায় নিহতদের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘ এটাকে গণহত্যা বলে। ইজরায়েল গাজা ভূখণ্ডের জমি দখল করতে চাইছে। তাইজন্য এইভাবে প্যালেস্তিনীয়দের গাজা থেকে সরিয়ে ফেলার চক্রান্ত করেছে ইজরায়েল’’। 

তিনি আরও বলেছেন, ‘‘ যেই রাষ্ট্রনেতা এই ধরণের হামলা চালানোর নির্দেশ দিতে পারেন, তিনি মানবতার শত্রু। তাঁর এবং তাঁর জোটসঙ্গীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না’’। 

জাবালিয়া ত্রাণ শিবিরে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। সেই হামলায় প্রাণ হারিয়েছেন ১৯৫জন। নিঁখোজের সংখ্যা ১২০। 

ইতিমধ্যেই ইজরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে কলম্বিয়া। একই পথে হেঁটেছে চিলিও। প্রসঙ্গত, লাতিন আমেরিকায় সব থেকে বড় প্যালেস্তিনীয় জনসংখ্যা রয়েছে চিলিতে। 

চিলি’র রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বরিক বলেছেন, ‘‘ইজরায়েল যেভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তা মেনে নেওয়া যায়না।’’

গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগে বলিভিয়া ইজরায়েলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ইজরায়েলকে সংযত হওয়ার বার্তা দিয়েছেন। লুলা এক্সে লিখেছেন, ‘‘এই প্রথম কোনও যুদ্ধে নিহতদের সিংহভাগই শিশু। অবিলম্বে এই বোমাবর্ষণ বন্ধ হওয়া উচিত।’’

লাতিন বিশ্বে সবথেকে বেশি ইহুদি সম্প্রদায়ের মানুষ আর্জেন্টিনায় বাস করেন। সেই আর্জেন্টিনাও ইজরায়েলের কড়া সমালোচনা করেছে। জাবালিয়া ত্রাণ শিবিরের হামলার নিন্দা করে আর্জেন্টিনা বলেছে, ‘‘কোনও অজুহাতকে হাতিয়ার করেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা যায়না।’’

পেরু এবং মেক্সিকোর তরফেও ধারাবাহিক ভাবে চলা ইজরায়েলি আগ্রাসনের নিন্দা জানানো হয়েছে। পেরুর বিদেশমন্ত্রক বার্তা প্রকাশ করে জানাচ্ছে, ‘‘পেরু সমস্ত ধরণের হিংসার বিরুদ্ধে। যেখান থেকেই হিংসা ছড়াক, কিংবা যেই ছড়াক, আমরা তাঁর নিন্দা জানাব।’’

রাষ্ট্রসংঘের গাজা বিষয়ক আপৎকালীন অধিবেশনে মেক্সিকোর প্রতিনিধি অ্যালিসিয়া বুয়েনরোস্ত্রো ইজরায়েলকে ‘আগ্রাসনকারী’ শক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি নিজের বক্তব্যে বলেছেন, ‘‘আমরা দুই রাষ্ট্র নীতির সমর্থক। ইজরায়েলকে প্যালেস্তাইনের জমি দখলের নীতি ত্যাগ করতে হবে অবিলম্বে।’’

একইসঙ্গে মেক্সিকো জানিয়েছে, প্যালেস্তিনীয় শরনার্থীদের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করবে তাঁরা। 

এই অবস্থায় বেকায়দায় পড়ে গিয়েছে আমেরিকা। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সংঘাতের শুরু থেকেই খোলাখুলি ভাবে ইজরায়েলের সমর্থনে দাঁড়িয়েছিলেন। কিন্তু সুর বদল করতে হয়েছে তাঁকেও। 

বুধবার একটি নির্বাচনী জনসভায় বাইডেন বলেছেন, ‘‘এবার আমাদের একটা বিরতি প্রয়োজন।’’

ওয়াকিবহাল মহল বলছে, বছর ঘুরলেই আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। সেখানে আরব আমেরিকানদের ভোট বাইডেনের ডেমোক্রেটিক পার্টির জন্য গুরুত্বপূর্ণ। তাঁরা খোলাখুলি ভাবে ইজরায়েলের আগ্রাসনের বিরোধী। ওয়াশিংটন, নিউ ইয়র্ক সহ আমেরিকার সমস্ত বড় শহরে প্যালেস্তাইনের সমর্থনে মিছিল হয়েছে।  সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, এই অংশের মধ্যে বাইডেনের জনপ্রিয়তার হার মাত্র ১৭ শতাংশ।  এই অবস্থায় সুর নরম করা ছাড়া উপায় নেই বাইডেনের।

বাইডেন জনসভায় বলেছেন, ‘‘গোটা পরিস্থিতি ইজরায়েলের জন্য জটিল। আরব দুনিয়ার জন্যও আলাদা কিছু নয়। আমি প্রথম থেকেই পৃথক ইজরায়েল এবং প্যালেস্তাইন গঠনের কথা বলে এসেছি। সেটাই একমাত্র সমাধান।’’

বাইডেন মুখে বিরতি(পড়ুন যুদ্ধবিরতি)’র কথা বললেও রাষ্ট্রসংঘে আমেরিকার প্রতিনিধিরা যুদ্ধবিরতি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমেরিকার সহ বিশ্বের মাত্র ১৪টি দেশ এই প্রস্তাবের উল্টোদিকে ভোট দিয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র জন কার্বি বলেছেন, ‘‘আমরা ইজরায়েলের জন্য কোনও লক্ষণরেখা টেনে দেব না। আমরা তাঁদের সমর্থন করে যাব।’’

Comments :0

Login to leave a comment