নতুন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প তৈরি হলো মধ্যপ্রদেশে। এই নতুন সংরক্ষণ কেন্দ্রের নাম দেওয়া হয়েছে বীরঙ্গনা দূর্গাবতী ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। কেন্দ্রীয় বন এবং পরিবেশ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে এই প্রকল্পের জন্য এলাকা চিহ্নিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে এই রাজ্যে ছয়টি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প রয়েছে।
২০২২ সালের সেনসাস অনুযায়ী মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত বছর এই রাজ্যে বাঘের সংখ্যা ছিল ৭৮৫। ২০১৮ সালে তা ছিল ৫২৬। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী ১,৪১৪ স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে এই প্রকল্প। সাগার, দামহো এবং নরসিংহপুরের মতো জেলা নিয়ে এই প্রকল্প তৈরি হয়েছে। ৯২৫.১২ স্কোয়ার কিলোমিটার বাফার জোনের মধ্যে নাওরাদেহী এবং বীরঙ্গনা দূর্গাবতী স্যাঙ্কচুয়ারি সহ বিভিন্ন বনাঞ্চল থাকছে বলে নির্দেশিকায় বলা হয়েছে।
Tiger reserve
নতুন ব্যাঘ্র সংরক্ষণ পেলো মধ্যপ্রদেশে
×
Comments :0