Salim

দুর্নীতি আড়াল করতেই কার্নিভাল : সেলিম

রাজ্য

‘‘দুর্নীতিকে ধামাচাপা দিতে কার্নিভালের আয়োজন তৃণমূল সরকারের। বুধবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নে এই মর্মে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

আগামী ২৭ অক্টোবর রেড রোডে কার্নিভালের আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোডে কার্নিভালের কারণ দেখিয়ে চাকরিপ্রার্থীদের ধর্ণায় বসতে নিষেধ করেছে পুলিশ। 

বুধবার সেলিমকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘কার্নিভাল হালে কয়েক বছর ধরে হচ্ছে। কিন্তু ধর্ণা, অবস্থা, বিক্ষোভ স্বাধীনতার আগে থেকেই হচ্ছে। ইংরেজরাও চাইত কোন বিক্ষোভ যাতে না হয়। কিন্তু হয়েছে। চাকরি প্রার্থীদের এই লড়াই গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। তার জন্যই ৩ নভেম্বর থেকে ইনসাফ যাত্রা এবং ৭ জানুয়ারির ব্রিগেড।’’ 

বছরের পর বছর পুজো রাস্তায় বসে কাটিয়ে দিতে হচ্ছে যোগ্য কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের। প্রতি বছরের মতো এ বছরও মহম্মদ সেলিম তাঁদের সঙ্গে উৎসবের সময় গিয়ে দেখা করেন। দেখা করেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ যুব নেতৃবৃন্দও। 

দিল্লির কাছে দ্বারকায় রামলীলা ময়দানে ‘দশেরা’ অনুষ্ঠানে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন, ‘‘এই আয়োজন কেবল রাবণের পুতুল জ্বালানোর জন্য নয়, দেশের মধ্যে যে শক্তি জাতপাত, আঞ্চলিকতার বিভাজনকে ব্যবহার করছে, তাদেরও পরাজিত করতে হবে।’’

প্রধানমন্ত্রীর এই মন্তব্য টেনে এদিন সেলিম বলেন, ‘‘রাবণের যেমন দশ মাথা, আরএসএসের তেমন দশ মুখ। দেশের মানুষের মধ্যে ধর্মের নামে, জাতের নামে, লাভ জিহাদের নামে কারা ভাগাভাগি করছে তা সবাই জানে। প্রধানমন্ত্রীকে বলতে হবে কারা দায়ী।’’

Comments :0

Login to leave a comment