সোমবার ভোরে হুগলি জেলার পার ডানকুনিতে একটি প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। যার জেরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ওই কারখানায় প্রায় একশোর বেশি শ্রমিক কাজ করেন বলে জানা গেছে। প্রথমে আগুন দেখতে পেয়ে কারখানার শ্রমিকরা। তাঁরাই দমকলে ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ এবং দমকল।
আগুন লাগে এম এস বি ডি কাস্টিং কারখানায়। প্লাস্টিকের নানা সামগ্রী তৈরী হয় এই কারখানায়। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। রাতেও তবুও আগুন নিয়ন্ত্রণে আসেনি। পরে দমকলের আরও ২ টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে।
ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে পাশের আরো দুটি ওয়ার হাউসে।
লক্ষ্মিকান্ত দাস নামে এক শ্রমিক বলেন, আমাদের সুপার ভাইজার বলল আগুন লেগেছে সব কোয়ার্টার থেকে বেরিয়ে যা। আমরা বেরিয়ে পরি। দেখি ধোঁয়ায় ভরে গেছে এলাকা। কি থেকে আগুন তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে দমকলের তরফে জানানো হয়েছে।
Comments :0