Uttarpradesh

উত্তরপ্রদেশে ধর্ষণের শিকার এক নাবালিক, অভিযুক্ত পলাতক

জাতীয়

ফোন চার্জ দেওয়ার নাম করে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রাজপুরা গ্রামে। বুধবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার রাতে ওই নাবালিকা যখন বাড়িতে একা ছিলেন তখন পরিবারের পরিচিত অভিযুক্ত ব্যাক্তি ফোনে চার্জ দেওয়ার অজুহাত দেখিয়ে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তকে চিহ্নিত করতে পারলেও তাকে এখনও তারা গ্রেপ্তার করতে পারেননি তারা। ঘটনার পর থেকে ওই ব্যাক্তি পলাতক। 
বিজেপি শাসিত উত্তরপ্রদেশে যোগী শাসনে নারী নির্যাতনের ঘটনা প্রতিদিন সমানে আসছে। হাথরাসের মতো ঘটনা গোটা দেশের কাছে তুলে ধরেছে বিজেপি শাসিত এই রাজ্যের নারী নিরাপত্তার বেহাল দশা। বিজেপি নেতৃত্বের কথায় যোগী শাসনে উত্তরপ্রদেশে ‘সুশাসন’ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যেই রাজ্য থেকে সাংসদ সেই রাজ্যের নারী নিরাপত্তার বেহাল দশা বলে দিচ্ছে রাজ্যের বর্তমান পরিস্থিতি

Comments :0

Login to leave a comment