পরিকল্পনা, প্রস্তুতির সময় না দিয়েই মনোনয়নের সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার ফল যা হওয়ার তাই হয়েছে। কোনও ব্লকে টেবিলই হয়নি। কোথাও হয়েছে তো মনোনয়ন ফর্মই পৌঁছায়নি টেবিলে। বাস্তবে এদিন কোনও ব্যবস্থাই ছিল না বীরভূমের ব্লকে ব্লকে। চূড়ান্ত অব্যবস্থার মধ্যেই প্রায় পাঁচ ঘন্টা দৌড়ঝাঁপের পর দুই আসনে মনোনয়ন দাখিল করতে পেরেছেন দুই সিপিআই(এম) প্রার্থী। বীরভূমের নলহাটি ব্লকের ভদ্রপুর ২ নং গ্রাম পঞ্চহায়েতের মোস্তাফাডাঙা পাড়ার দুই গ্রাম পঞ্চায়েত আসনের প্রার্থী এদিন দিনভর ঝক্কি সামলেই জেদ নিয়ে দাখিল করেছেন মনোনয়ন।
নুরনেগার বিবি ও সুমিতা কোনাই মাল - দুই প্রার্থী মনোনয়ন দিতে গিয়ে পড়েন বিপাকে। মনোনয়ন দাখিলের কথা জানালে ব্লক মনোনয়ন নেওয়ার কাজে যুক্ত পঞ্চায়েত কর্মীরাও পড়েন বিপাকে। তাদের কাছে না ছিল সিল, না ছিল মনোনয়ন পত্র। ব্যবস্থাহীনতার ছবিই ধরা পড়ে স্বাভাবিকভাবেই। রাতারাতি ব্যবস্থা, পরিকল্পনা, প্রস্তুতি নেওয়াটাও সম্ভব নয় মানছেন সকলেই। তবুও প্রার্থীরা ছিলেন নাছোড়। বিগত দিনের তিক্ত অভিজ্ঞতা থেকেই। তারা স্পষ্ট জানান, মনোনয়ন দাখিল করেই ফিরবেন। তারপর ব্লক কর্মীদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যায়। কোনভাবে মনোনয়ন পত্র ব্যবস্থা করে, ডিসিআর কেটে গ্রহণ করা হয়েছে মনোনয়ন। মোস্তাফাডাঙা পাড়া বেশ কিছু বাসিন্দা তাদের দুই প্রার্থীকে নিয়ে গিয়েছিলেন মনোনয়ন দাখিল করতে। দশটায় অফিস ঢুকে বেরিয়েছেন প্রায় তিনটেই। বেরিয়ে মনোনয়ন দাখিলের জন্য করেছেন মিষ্টিমুখ।
Comments :0