Modi in Rajasthan

রাজস্থানে সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক ভাষন মোদীর

জাতীয়

কর্ণাটকের ভোটের দিনই রাজস্থানে ভোটের প্রস্তুতি শুরু করলেন প্রধানমন্ত্রী। এবছরের শেষে বিধানসভার মেয়াদ ফুরাচ্ছে রাজস্থানে। একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। তবে রাজস্থানের কংগ্রেস সরকারকে এতটুকু কৃতিত্ব দিলেন না নরেন্দ্র মোদী।

  

তিনি বলেন, ‘‘যদি উপযুক্ত সংখ্যায় মেডিক্যাল কলেজ তৈরি করা হতো তবে ডাক্তারের অভাব কখনও দেখা দিত না। প্রত্যেক বাড়িতে যদি পানীয় জলের জোগান থাকতো তবে জলকষ্ট দেখা যেত না। সাড়ে তিন লক্ষ কোটির জল জীবন মিশন হাতে নিয়েছে কেন্দ্রের সরকার।’’

মোদী যে রাজ্যে দশ বছরের বেশি মুখ্যমন্ত্রী ছিলেন সেই গুজরাটেই কোভিডের সময় সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল বেরিয়ে আসে। বিভিন্ন প্রকল্পের প্রতিশ্রুতি দিলেও অগ্রগতির হাল নিয়ে প্রশ্ন রয়েছে দেশে। সরকারি তথ্য জানাচ্ছে পরিকাঠামো ক্ষেত্রে সরকারি প্রকল্পের ৫৫ শতাংশের বেশি সময় সীমা থেকে দেরিতে চলছে।

  

বুধবার রাজস্থানে কংগ্রেসের অভ্যন্তরিন দ্বন্দ্বকে হাতিয়ার করে রাজস্থান সরকারকের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তিনি মন্তব্য করেন যে, ‘‘সরকারের মধ্যে সবাই একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত। পাঁচ বছর ধরে যদি সরকার নিজেই সমস্যার মধ্যে থাকে তবে রাজস্থানের উন্নতি কে করবে।’’

রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই সচিন পাইলট এবং অশোক গেহলটের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।

 

অশোক গেহলট যদিও সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশি প্রধানমন্ত্রী রাজস্থানের জন্য রেল এবং সড়কের প্রকল্প অনুমোদন করেছেন।’’

Comments :0

Login to leave a comment