Accident

দুর্ঘটনায় মৃত তিন বাইক আরোহী

রাজ্য

Accident

মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় তিন বাইক আরোহীর মৃত্যু। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর খলিসানি কালিতলা ব্রিজের কাছে লেবু তলায়। মৃতদের কারো পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আছে রাজাপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

 


জানা গেছে, তিন বাইক আরহী কলকাতার দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। সেই সময় একটি ট্যাঙ্কার পথ ভুলে সার্ভিস রোডে ঢোকার জন্য পিছনের দিকে পিছোচ্ছিল। তখন পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা ওই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্করের পিছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর বাইকটি দুমড়ে মুছরে যায়‌। বাইকের ৩ আরোহী সজরে রাস্তায় আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তিন বাইকারীর মৃত্যু হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় এর খোঁজে পুলিশ সন্ধান চালাচ্ছে।

Comments :0

Login to leave a comment