Amartya Sen

অমর্ত্য সেনের প্রয়ানের সংবাদ বেঠিক জানালেন কন্যা

জাতীয়

অর্মত্য সেনের মৃত্যুর খবর অস্বীকার করলেন কন্যা নন্দনা দেব সেন। মঙ্গলবার হঠাৎ খবর ছড়ায় অধ্যাপক অমর্ত্য সেন প্রয়াত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ব্রেকিং নিউজ দেওয়া শুরু হয়। এমনকি এবছরের নোবেল নিজয়ী অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন অমর্ত্য সেনের ছবি দিয়ে টুইট করে লেখেন, ‘‘ভয়ঙ্কর খবর আমার প্রিয়তম অধ্যাপক কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। কথা বলার অবস্থায় নেই।’’

এরপরই সংবাদ সংস্থা পিটিআই অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেব সেনের বক্তব্য প্রকাশ করেন। তিনি জানান অর্থনীতিবিদ অমর্ত্য সেনের খবর ঠিক নয়।

Comments :0

Login to leave a comment