২০২৩ এর নোবেল শান্তি পুরষ্কার পাচ্ছেন ইরানের নার্গিস মহম্মদি। ইরানের নির্যাতিত মহিলাদের নিয়ে কাজ করার কারণে তাকে আটক করেছিল ইরান সরকার। মোট ১৩ বার তাকে আটক করেছে ইরান সরকার।
নোবেল কমিটির পক্ষ থেকে শুক্রবার বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই আন্দোলনের কর্মী হিসাবে ব্যাক্তি জীবনে তাকে মাশুল দিতে হয়েছে।’’ ২০১৫ সালে জামিন পেলেও ফের তাকে গ্রেপ্তার করা হয়। তার জেলের মেয়াদও বাড়ানো হয়। কিন্তু জেলে থাকার সময়ও তিনি বিভিন্ন বিষয় তার প্রতিবাদ জানিয়ে এসেছেন। জেলে থেকে সরকারের নীতির বিরুদ্ধে সরব হওয়ার কারণে মহম্মদিয়া পরিবারের লোকেদের সাথে তার দেখা এবং কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইরান সরকার।
Comments :0