Nirmala Banarjee died

প্রয়াত অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের মা

রাজ্য

কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়ের মা অর্থনীতিবিদ নির্মলা বন্দোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৭। মাথায় চোট পেয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতাল ভর্তি ছিলেন তিনি। চিকিৎসকদের কথায় তার শারিরীক অবস্থা সঙ্কটজনক থাকায় ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েকদিন আগে তিনি শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হন। সুস্থ হয়ে বাড়িও আসেন। কিন্তু বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। এদিন সকালে মাকে দেখতে কলকাতায় আসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তারপরই হাসপাতালে পক্ষ থেকে তার প্রয়ানের খবর জানানো হয়।  

Comments :0

Login to leave a comment