হাওড়ার মঙ্গলাহাটের বিধ্বংসী অগ্নিকাণ্ডের বিষয়ে বুধবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সংবাদমাধ্যমে আইএসএফ বিধায়ক জানিয়েছেন, ‘‘মঙ্গলাহাটের অগ্নিকাণ্ড নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী দৃষ্টি করেছি। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের পিছনে চক্রান্ত রয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছি যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং এই চক্রান্তের মূল হোতা যেন ধরা পড়ে।’’
তিনি আরও জানিয়েছেন যে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের জন্য ক্ষতিপুরনের দাবিও সরকারের কাছে করেছেন। নওসাদ বলেন, ‘‘এখন কাপড় ব্যাবসায়ীদের পিক সিজন। এই সময় যাতে তারা আবার ব্যাবসা শুরু করতে পারে তার জন্য ক্ষতিপুরনের কথা বলেছি এবং যার যেখানে দোকান ছিল সেখানেই যাতে দোকান করতে পারে সেই কথাও সরকারকে জানিয়েছি।’’
Nousad Siddiqui
মঙ্গলাহাটের বিধ্বংসী অগ্নিকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন নওসাদ
×
Comments :0