বিস্ফোরক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল স্বামীকে। জামিনের জন্য স্থানীয় এক প্রভাবশালীর সাহায্য চান স্ত্রী। সেই সুযোগে ওই মহিলাকে ধর্ষণ করে ওই প্রভাবশালী। মহিলার অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বীরভূমের ওই প্রভাবশালী মনিবুর রহমানকে গ্রেপ্তার করল পুলিশ।
গত কয়েক বছরে হয়েছে একাধিক বিস্ফোরণ। প্রধানত তৃণমূল নেতাদের বাড়িতেই বিস্ফোরণ হয়েছে। অভিযোগ, শাসক দলের মদতেই বাড়িতে মজুত করা হয়েছিল বিস্ফোরক। বিস্ফোরণের ঘটনার তদন্তে বীরভূমে হাজির হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। অবৈধ বিস্ফোরক রাখার অভিযোগে কয়েকমাস আগেই একজনকে গ্রেপ্তারও করে এনআইএ। বিস্ফোরক রাখার অভিযোগে ধৃত সেই ব্যক্তি তৃণমূলের নেতা।
অভিযোগ, স্বামীর জামিনের জন্য মনিবুর রহমান নামে ওই প্রভাবশালীর কাছে যান ধৃতের স্ত্রী। স্বামীর জামিনের ব্যবস্থা করিয়ে দেওয়ার অনুরোধ জানান। অভিযোগ, জেলবন্দি স্বামীকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেলে নিয়ে এসে মহিলাকে ধর্ষণ করেছে সেই মনিবুর। হোটেলের ঘরে ধর্ষণের গোটা ঘটনা ভিডিও করে রাখে অভিযুক্ত। ওই মহিলাকে ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করত। ঘটনাটি প্রায় মাসখানেক আগের বলে জানা গেছে।
সূত্রের খবর, গৃহবধূর স্বামী জামিন পেয়ে মনিবুরের কাছে স্ত্রীর অনুরোধ সম্পর্কে জানতে পারেন। স্ত্রীর ওপর মনিবুরের অত্যাচার সম্পর্কেও জানতে পারেন। এরপরই বীরভূম থেকে কলকাতায় এসে পার্ক স্ট্রিট থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বীরভূম থেকে মনিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত মনিবুরের বাড়ি বীরভূমের পাইকরের করমচি গ্রামে। নিজেকে সেনার প্রাক্তন কর্মী বলে পরিচয় দেয়। ঘটনার আরও তদন্ত করছে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
Park Street Hotel
পার্ক স্ট্রিটের হোটেলে মহিলাকে ধর্ষণে ধৃত ১

×
Comments :0