Shoot Out at Barrackpore

ডাকাতিতে বাধা, ব্যারাকপুরে শ্যুট আউটে মৃত এক

রাজ্য

Shoot Out at Barrackpore

বারাকপুরে শ্যুট আউট। গুলিবিদ্ধ হয়ে মারা যান বারাকপুরের সিংহ জুয়েলারি সোনার দোকানের মালিকের ছেলে নীলাদ্রী সিংহ ওরফে বাবাই(২৬)। এই ঘটনায় সোনার দোকানের মালিক মানিক সিংহ ও কর্মচারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায়। তাদের বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত টিটাগড় থানার পুলিশ। রাজ্যের আইনশৃঙ্খলা আবারও প্রশ্নচিহ্নের সন্মুখীন। বোমা বন্দুকের রাজ্যে পরিণত হয়েছে এই বাংলা।


বুধবার সন্ধে ছয়টা নাগাদ বাইকে করে চারজন এসে বারাকপুরের ওল্ড ক্যালকাটা রোডের সিংহ জুয়েলারির সোনার দোকানে গিয়ে ঢোকে। জনবহুল এলাকা এই ওল্ড ক্যালকাটা রোড। এদিন প্রচুর মানুষ ওই এলাকায় জিনিসপত্র কেনাকাটা করতে ব্যাস্ত ছিলেন। সেই সময় চারজন বাইকে করে সোনার দোকানে ডাকাতীর উদ্দেশ্যে ঢোকে। এরা ঢুকেই সমস্ত সোনার গহনা দিয়ে দিতে বলে। ব্যাগের ভেতরে সমস্ত গহনা ঢুকিয়ে বেরিয়ে যাওয়ার সময় মালিকের ছেলে, বাবা ও কর্মচারী মিলে ব্যাগ ধরে টান দেয়। গহনাভর্তি ব্যাগটা আর নিতে পারে নি। তখনই রিভালবার বের করে গুলি চালায়। তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। মালিকের ছেলে নীলাদ্রী সিংহর কলারবোনের তলায় গুলি লাগে। সোনার দোকানের মালিক ও এক কর্মচারীর পায়ে গুলি লাগে। এরপর বাইকে করে চারজন পালিয়ে যায়। এই ঘটনায় আতঙ্কে মানুষ দৌড়াদৌড়ি করতে থাকে। এই ঘটনার খবর পেয়ে টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে। সিংহ জুয়েলারি সোনার দোকানের মালিক মানিক সিংহ, ছেলে নীলাদ্রী সিংহ ও একজন কর্মচারিকে বারাকপুর বি এন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা নীলাদ্রী সিংহ কে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালে মানিক সিংহ ও কর্মচারী চিকিৎসাধীন। 

Comments :0

Login to leave a comment