বৃহস্পতিবার সকালে চাকদহের রেল লাইনের পাশ থেকে এক উদ্ধার হয় এক পুলিশ কর্মীর দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত পুলিশ কর্মীর নাম ইসরাফিল সাহাজি (৩০)। সূত্রের খবর তাঁর বাড়ি নদিয়ার চাকদহ থানার মদনপুর জঙ্গল গ্রামে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গতকাল বিকেলে পাঁচটা নাগাদ হাঁটতে বেরোন কিন্তু রাত দশটার বেশি হয়ে গেলেও বাড়ি না ফেরায় বারবার ফোনে যোগাযোগ করতে থাকেন পরিবারের সদস্যরা। এরপর আনুমানিক বারোটার সময় জিআরপি থেকে পরিবারের সদস্যদের দেহ উদ্ধারের কথা জানানো হয়। ওই ব্যাক্তিকে খুন করা হয়েছে না কি আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। কনস্টেবল পদে কর্মরত ওই ব্যাক্তি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা পুলিশ কর্মীদের মধ্য অন্যতম ছিলেন বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
Police officer dead body
রেল লাইনের পাশ থেকে উদ্ধার পুলিশ কর্মীর দেহ
×
Comments :0