রাহুল গান্ধীকে বিজেপির ‘রাবন’ কটাক্ষের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সকালে কংগ্রেস সাংসদের বোন তার নিজের ঋক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে উল্লেখ করে লিখেছেন,‘‘শ্রদ্ধেও নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা, আপনারা রাজনৈতিক বিতর্ককে কোন স্তরে অবক্ষয়ের দিকে নিয়ে যেতে চান? আপনি কি আপনার দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা উস্কানিমূলক টুইটগুলির সাথে একমত? খুব বেশি সময় পার হয়নি এবং আপনি ন্যায়পরায়ণতার শপথ নিয়েছি, প্রতিশ্রুতির মতো শপথও ভুলে গিয়েছেন?’’
এতদিন ‘পাপ্পু’ বলে নানা ধরনের বক্রোক্তি বিজেপি’র নেতারা ছুঁড়ে দিতেন রাহুল গান্ধীর দিকে। এবার তাঁকে ‘রাবণ’র আকৃতি দিয়ে কটূক্তি করেছে বিজেপি। মনে করা হচ্ছে, রাহুল গান্ধীর সঙ্গে রাজনৈতিকভাবে এঁটে উঠতে না পেরে নির্লজ্জভাবে স্বভাবসিদ্ধ কুৎসার পথই বেছে নিল বিজেপি। একারণেই কংগ্রেস সহ বিরোধীরা বিজেপি’র এই ন্যক্কারজনক আচরণকে ‘অগ্রহণীয়’র পাশাপাশি ‘অত্যন্ত ভয়ঙ্কর প্রবণতা’ বলে অভিযোগ করেছে।
গ্রাফিক্সে রাবণের মতো রাহুল গান্ধীর সঙ্গে আরও দশ মাথা জুড়ে দিয়ে ছবি প্রকাশ করা হয়েছে বিজেপি’র এক্স হ্যান্ডলে। আর গায়ে বর্ম লাগানো। আর তাতে লেখা, ‘এযুগের রাবণ। একজন দুষ্ট। ধর্মবিরোধী। রামবিরোধী। ওঁর লক্ষ্য ভারতকে ধ্বংস করা।’ আবার সেই গ্রাফিক্স তৈরি করা হয়েছে সিনেমার পোস্টারের আদলে। লেখা হয়েছে, ‘কংগ্রেস প্রযোজিত জর্জ সোরোস পরিচালিত রাবণ’। এই জর্জ সোরোস আবার একজন হাঙ্গেরিয়-মার্কিনজাত ধনী, যিনি আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর সমালোচক হিসাবেই পরিচিত।
কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘‘বিজেপির এক্স হ্যান্ডেলের ‘লজ্জাজনক’ গ্রাফিক্সের নিন্দা করার জন্য কোনও শব্দই যথেষ্ট নয়। রাহুল গান্ধীকে রাবণের সাথে তুলনা করেছে তারা। তাদের ঘৃণ্য উদ্দেশ্য পরিষ্কার, তারা তাকে হত্যা করতে চায়। তার ঠাকুমা এবং বাবাকে হত্যা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তার এসপিজি প্রত্যাহার করে নিয়েছে।’’
Comments :0