আগামী বছর লোকসভা নির্বাচনে কি ফের উত্তরপ্রদেশের আমেঠি থেকে লড়াই করবেন রাহুল গান্ধী? কংগ্রেসের পক্ষ থেকে এখনও এই বিষয় কিছু জানানো হয়নি। তবে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, রাহুল আগামী লোকসভা নির্বাচনেও আমেঠি থেকে লড়বেন। তিনি বলেন, ‘‘আগামী লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী অবশ্যই আমেঠি থেকে লড়বেন। আমেঠির মানুষ তাই চাইছেন।’’ তিনি আরও বলেন, ‘‘কংগ্রেস কর্মীরা এবং আমেঠির সাধারণ মানুষ চাইছেন বিপুল ভোটে রাহুল গান্ধীকে জয়ী করে তাদের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাতে।’’
২০০৪ সালে রাহুল গান্ধী যখন প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন তিনি আমেঠি থেকে লড়াই করেন। জয়ী হন। তারপর ২০০৯ এবং ২০১৪ সালেও ওই আসন থেকে জয়ী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হারতে হয় তাকে। কেরালার ওয়ানাড লোকসভা থেকেও সেবার লড়াই করেন রাহুল। সেখানে জয়ী হন তিনি।
আমেঠি আসন বরাবরই কংগ্রেসের শক্তি ঘাঁটি। মাত্র দুবার এই আসনে হেরেছে কংগ্রেস। রাহুল গান্ধীর আগে এই আসনে পরাজিত হন তার কাকা সঞ্জয় গান্ধী।
রাই আরও বলেন, ‘‘স্মৃতি ইরানি আমেঠির মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ১৩ টাকা কেজিতে চিনি দেবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পুরন হয়নি। মানুষ এর জবাব চাইছে।’’
উল্লেখ্য গত সপ্তাহে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা চলাকালিন রাহুলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় স্মৃতি ইরানিকে। তিনি অভিযোগ করেন রাহুল গান্ধী বিজেপির মহিলা সাংসদের চোখ মেরেছেন। রাহুলকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে সরব হন স্মৃতি ইরানি। যদিও সেই বিষয় লোকসভার অধ্যক্ষের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
লোকসভার সেই লড়াই ফের আমেঠির রাস্তায় নেমে আসবে কি না তা ভবিষ্যত বলবে।
২০১৪ এবং ২০১৯ সালে বারানসি কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দিতা করেন অজয় রাই। কিন্তু দুবারই তিনি পরাজিত হন। শুক্রবার তিনি মন্তব্য করেছেন যে, ‘‘প্রিয়াঙ্কা গান্ধী যদি বারানসি থেকে প্রতিদ্বন্দিতা করেন তবে প্রতিটা কংগ্রেস কর্মী তার জন্য ঝাঁপিয়ে পড়বে।’’
Comments :0